Sunday, October 12, 2025
spot_img
Homeক্যাম্পাস ও সংগঠনমাদকের বিরুদ্ধে নটর ডেম বিশ্ববিদ্যালয়

মাদকের বিরুদ্ধে নটর ডেম বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখা এবং একটি সুস্থ সমাজ গঠনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এনডিইউবি) ক্যাম্পাসে পালিত হয়েছে মাদকবিরোধী কর্মসূচি। মঙ্গলবার দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারি, সমাজসেবীসহ নানা শ্রেণি ও পেশার মানুষ।

কর্মসূচির আওতায় ছিল ভিডিও প্রযোজনা, নৃত্য, নাটক, পোস্টার উপস্থাপন, আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময়সহ নানা আয়োজন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. ফাদার চার্লস বি. গর্ডন, সিএসসি।

উদ্বোধনী বক্তব্যে ফাদার চার্লস মাদককে সামাজিক ব্যাধি হিসেবে চিহ্নিত করে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানান। মাদকের ভয়াবহ প্রভাব এবং তা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এরপর ভিডিও প্রযোজনা ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মাদকবিরোধী বার্তা তুলে ধরা হয়। এতে আইন বিভাগের শিক্ষার্থী মিউরেল মেরি রড্রিক্স মাদকবিরোধী আইন সম্বলিত পোস্টার উপস্থাপন করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অভিজ্ঞতা বিনিময় পর্ব। এতে আপন আসক্তি পুনর্বাসন নিবাস-এর অ্যাসিস্টেন্ট এডমিনিস্ট্রেটিভ অফিসার সিস্টার মঞ্জু কোড়াইয়া, সিএসসি, উপস্থাপন করেন কীভাবে তার প্রতিষ্ঠান মাদকের বিরুদ্ধে কাজ করছে। আপন আসক্তি পুনর্বাসন নিবাস-এর স্টাফ মনির হোসেন মাদকাসক্তি থেকে নিজের ফিরে আসার গল্প শোনান।

পরে সিস্টার মঞ্জু কোড়াইয়া ও মনির হোসেনকে সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. ফাদার সুবাস আদম পেরেরা, সিএসসি, এবং ডেপুটি রেজিস্ট্রার ফাদার অসীম থিওটোনিয়াস গনসালভেস, সিএসসি। ডেপুটি প্রক্টর ফাদার বিনয় সেবাস্টিয়ান গমেজ, সিএসসি-এর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular