Sunday, October 12, 2025
spot_img
Homeক্যাম্পাস ও সংগঠন৩২তম জাতীয় খ্রিস্টান লেখক কর্মশালা ২০২৫ খ্রিস্টাব্দ

৩২তম জাতীয় খ্রিস্টান লেখক কর্মশালা ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় যুব কমিশন, সিবিসিবি: এপিসকপাল যুব কমিশন ও খ্রীষ্টীয় যোগাযোগ কেন্দ্রের আয়োজনে তিনদিন ব্যাপী গত ৩-৫ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, সিবিসিবি সেন্টার, ঢাকায় ’৩২তম জাতীয় খ্রিস্টান লেখক কর্মশালা ২০২৫’ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালার মূলভাব ছিল: ”একজন আদর্শ লেখক: নান্দনিক শিল্প ও জ্ঞানের বাহক”। তিন দিন ব্যাপী এই লেখক কর্মশালায় বাংলাদেশের আটটি ধর্মপ্রদেশ এবং ঢাকা শহরের বিভিন্ন গঠনগৃহ ও সেমিনারি থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২২ জন যুবক, ২৭ জন যুবতী ও ৪ জন সিস্টারসহ মোট ৫২ জন অংশগ্রহণ করে।

প্রার্থনার মধ্যে দিয়ে ৩২তম জাতীয় খ্রিস্টান লেখক কর্মশালার যাত্রা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কোর্স পরিচিতি ও নিয়মাবলী, প্রাক-প্রশিক্ষণ ধারণা ও প্রত্যাশা’ বিষয়ে সহভাগিতা করেন শ্রদ্ধেয়া সিস্টার চম্পা রোজারিও, এমপিডিএ, অফিস সহকারী, এপিসকপাল যুব কমিশন । প্রথম দিনের প্রথম অধিবেশনে “খ্রিস্টীয় সাহিত্য ও খ্রিস্টীয় অনুবাদ সাহিত্যঃ বাইবেলীয় পুস্তক লেখার ধরণ ও উদ্দেশ্য” এর উপর উপস্থাপনা করেন ফাদার প্যাট্রিক শিমন গমেজ, পাল-পুরোহিত, কেওয়াচালা ধর্মপল্লী। তিনি পবিত্র বাইবেলের বাংলা অনুবাদ ও বাইবেল কিভাবে লেখা হয়েছিলো এই বিষয়ে সহভাগিতা করেন। সন্ধ্যায় এপিসকপাল যুব কমিশনের সভাপতি পরম শ্রদ্ধেয় সুব্রত বনিফাস গমেজ পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ও অর্থপূর্ণ উপদেশবাণী রাখেন। তিনি বলেন, “খ্রিস্টান লেখক হিসাবে চিন্তায়-অনুভূতিতে থাকবে ঈশ্বর, হৃদয়ে থাকবে যীশু ও কন্ঠে থাকবে পবিত্র আত্মা।”

দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে “খবর, রিপোর্ট, স্পট রিপোর্ট ও ফিচার লেখা, হাতে-কলমে খবর লিখন, ফিচার/রিপোর্ট/ সংবাদ উপস্থাপনা ও মূল্যায়ন” এ বিষয়ে উপস্থাপনা করেন মি: শরীফ হোসেন হৃদয়, সিনিয়র সাংবাদিক, চ্যানেল আই। তিনি বলেন, “লেখালেখি একটা সৃজনশীল কাজ। রিপোর্টিং একটা চমৎকার আর্ট এবং নান্দনিক শিল্প। লেখাকে বলা যায় যুগ বা শতাব্দী পরম্পরার জ্ঞানের বাহন।” দ্বিতীয় অধিবেশনে খ্রিস্টান লেখক ফোরামের সম্পাদক মি: জাস্টিন গমেজ “লেখালেখি সুন্দর আর্ট, নান্দনিক শিল্প, দর্শন ও গবেষণার ফসল” উপর বাস্তবমুখী উপস্থাপনা তুলে ধরেন। তিনি বলেন, “লেখক হলেন এমন একজন ব্যক্তি যিনি বিভিন্ন লেখার ধরণ এবং কৌশলে লিখিত শব্দ ব্যবহার করে ধারণা প্রকাশ করেন, অনুভূতি এবং আবেগকে অনুপ্রাণিত করেন।” দুপুরে অংশগ্রহণকারিদের রির্পোট তৈরী করতে মাঠ পরিদর্শনে পাঠানো হয়। তৃতীয় অধিবেশনে “আবৃত্তি, উপস্থাপনা ও শুদ্ধ বাংলা উচ্চারণের কৌশল” এই বিষয়ে সুন্দর ও বাস্তবধর্মী আলোকপাত করেন মি: তিতাস ভিনসেন্ট রোজারিও, প্রভাষক ও আবৃত্তিকার। রাতের অধিবেশনে অংশগ্রহণকারীগণ মাঠ পরিদর্শনে সংগৃহিত তাদের দলীয় প্রতিবেদন ও ফিচার গুগল স্লাইডের মাধ্যমে অত্যন্ত সৃজনশীলভাবে উপস্থাপন করেন।। তিনদিনব্যাপী কর্মশালায় তৃতীয় দিন অংশগ্রহণকারীদের খ্রীষ্টীয় যোগাযোগ কেন্দ্র পরিদশর্নে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথমে প্রুফ রিডিং সম্বন্ধে সুন্দরভাবে ধারণা প্রদান করেন, মানসম্মত ছবি তোলা বিষয়ে ধারণা, শর্ট ফিল্ম ও মোবাইল রিপোর্ট তৈরি করার কৌশল ইত্যাদি বিষয়ে সংক্ষিপ্ত ধারণা প্রদান করেন শ্রদ্ধেয় ফাদার নিখিল গমেজ, প্রোগ্রাম কো-অর্ডিনেটর, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগ ও তার সহকর্মীবৃন্দ। পরবর্তীতে “খ্রীষ্টীয় যোগাযোগ কেন্দ্রের কার্যক্রম, কর্ম পরিধি, বিভিন্ন সেক্টর যথা: সাপ্তাহিক প্রতিবেশী, জেরী প্রিন্টিং প্রেস, প্রতিবেশী প্রকাশনী, জ্যোতি কমিউনিকেশন বাণীদীপ্তি ও রেডিও ভেরিতাস এশিয়ার কার্যক্রম পরিদর্শন করা হয়।

উপরিউক্ত অধিবেশন ছাড়াও তিন দিন ব্যাপী এই জাতীয় খ্রিস্টান লেখক কর্মশালায় ছিল নিয়মিত প্রার্থনা ও খ্রিস্টযাগ, দলীয় কাজ ও সহভাগিতা, বিভিন্ন প্রতিবেদন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নটর ডেম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর শ্রদ্ধেয় ফাদার চার্লস বি, গর্ডন, সিএসসি ও এপিসকপাল যুব কমিশনের নির্বাহী সচিব ও জাতীয় যুব সমন্বয়কারী শ্রদ্ধেয় ফাদার বিকাশ জেমস রিবেরু, সিএসসি। ফাদার চার্লস অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ‘একজন লেখকের কী কী গুণাবলী, আদর্শ ও মূল্যবোধ থাকা আবশ্যক’ সে ব্যাপারে অনুপ্রেরণামূলক কিছু কথা বলেন তাদের হাতে সনদপত্র তুলে দেন।

পরিশেষে তিনি সমাপনী পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন। অত:পর শ্রদ্ধেয় ফাদার বিকাশ সবার উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, “ঈশ্বর প্রদত্ত অনুগ্রহের কারণে প্রত্যেক ব্যক্তি একজন স্বতন্ত্র লেখক, যা তাদের অধ্যয়ন, দর্শন, চিন্তা ও গবেষণামূলক ভাষার সৃষ্টির মাধ্যমে প্রকাশ করতে পারেন। আমার বিশ্বাস তোমরা একজন সৎ ও নিবেদিত লেখক হয়ে সত্যের অনুসন্ধানে নতুন দর্শনের আলোকবর্তিকা জ্বালাতে লেখনীর হাতকে আরো শাণিত ও সবল করে তুলবে । এরপর গ্রুপ ছবি তোলার পর শ্রদ্ধেয় ফাদার চার্লস গর্ডন যুব লেখকদের আশীর্বাদ দিয়ে ৩২তম জাতীয় খ্রিস্টান লেখক কর্মশালা ২০২৫ এর সমাপ্তি ঘোষণা করেন।

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular