
জাঁকজমক আয়োজনের মাধ্যমে পালন করা হলো ‘পবিত্র আত্মা উচ্চ সেমিনারীর’ সুবর্ণজয়ন্তী উৎসব।
১৯ এপ্রিল, ঢাকা বনানীতে অবস্থিত বাংলাদেশ খ্রিস্টান সমাজের একমাত্র উচ্চ সেমিনারী ‘পবিত্র আত্মা উচ্চ সেমিনারী’ প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী হাজারো জনগণ নিয়ে ঈশ্বর বন্দনায় ও আনন্দ-গানে পালন করা হয়। বাংলাদেশের একমাত্র কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও’র উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে ভাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন রান্ডাল। সকাল ৮:৩০ মিনিটে কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও’র জাতীয় পতাকা উৎত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশের সকল ডায়োসিসের বিশপগণ। জাতীয় সঙ্গীতের পর পরই জুবিলী উপলক্ষে নির্মিত ‘স্মারক স্মৃতির’ মোড়ক উন্মোচন ও আশীর্বাদ অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকার আর্চবিশপ ও বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনীর প্রেসিডেন্ট আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ওএমআই।